নাম কাটছে ভ্যানিশকুমারেরা’! জ্ঞানেশ, মনোজদের নিশানা মমতার, এআই দিয়ে ভোটার তালিকায় কারচুপিরও আশঙ্কা
Jio-Airtelকে টেক্কা দিতে মাঠে BSNL, ৫০ দিনে ১০০GB ডেটার ধামাকাদার প্ল্যান
মাস্ক-ঝড়ের অপেক্ষায় প্রহর গুনছে শেয়ার বাজার, দেড় লক্ষ কোটি ডলারের আইপিও আনতে পারে মহাকাশ সংস্থা ‘স্পেসএক্স’
কমিশন জবাব দাও’! ফের সিইও দফতরের সামনে উত্তেজনা, পুলিশের, সঙ্গে ধস্তাধস্তি বিএলও-দের একাংশের
নির্বাচনের আগে শান্তি ফিরুক, ভারতের সঙ্গে সম্পর্কে যত দ্রুত সম্ভব উত্তেজনা কমুক’! পুতিনের দূত বার্তা দিলেন বাংলাদেশকে
মহারাষ্ট্রের পুর নির্বাচনে জয়ী বিজেপি নেতৃত্বাধীন ‘মহাজুটি’ জোট, পদ্মশিবিরে উল্লাস
Muhammad Yunus on Bangladesh: ‘ধৈর্য ধরুন’, কেন এ কথা বললেন মহম্মদ ইউনূস?
বিএসএফ জওয়ানকে টেনেহিঁচড়ে বাংলাদেশ নিয়ে গেল গরু পাচারকারীরা! অপহৃতকে উদ্ধারের চেষ্টায় বাহিনী

এসআইআর-শুনানির নোটিস সাংসদ অভিনেতা দেবকে! তাঁর পরিবারের তিন সদস্যকেও নথি নিয়ে তলব নির্বাচন কমিশনের

 দেব পশ্চিম মেদিনীপুরের ঘাটালের সাংসদ। সেখানে জন্ম হলেও পরে বাবার কাজের সূত্রে তিনি সপরিবার মুম্বইয়ে চলে গিয়েছিলেন। পরে ফের পশ্চিমবঙ্গে আসেন। বর্তমানে কলকাতার স্থায়ী বাসিন্দা।


image

তৃণমূল সাংসদ দেবকে তলব করা হয়েছে এসআইআরের শুনানিতে। —ফাইল চিত্র।


ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) শুনানিতে তলব করা হয়েছে সাংসদ অভিনেতা দেব ওরফে দীপক অধিকারীকে। তাঁর পরিবারের আরও তিন সদস্যও নোটিস পেয়েছেন। সংবাদ সংস্থা পিটিআই সূত্রের উল্লেখ করে এই খবর জানিয়েছে। এখনও পর্যন্ত এ বিষয়ে দেবের বক্তব্য জানা যায়নি।



দেব পশ্চিম মেদিনীপুরের ঘাটালের সাংসদ। সেখানে জন্ম হলেও পরে বাবার কাজের সূত্রে তিনি সপরিবার মুম্বইয়ে চলে গিয়েছিলেন। পরে ফের পশ্চিমবঙ্গে আসেন এবং অভিনয়জগতে সাফল্য পান। বর্তমানে দক্ষিণ কলকাতার স্থায়ী বাসিন্দা দেব। কেন তাঁকে এসআইআরের শুনানিতে ডাকা হল, এখনও স্পষ্ট নয়। তবে পিটিআই জানিয়েছে, নির্দিষ্ট দিনে শুনানিকেন্দ্রে হাজির হতে হবে দেব ও তাঁর পরিবারের সদস্যদের। সেখানে যথাযথ নথিপত্র জমা দিতে হবে। কবে দেবকে ডাকা হয়েছে, তা জানা যায়নি।


গত ৪ নভেম্বর থেকে রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে। ১৬ ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশের পর থেকে শুরু হয়েছে শুনানি। প্রথম দফায় নির্বাচন কমিশন তাঁদেরই ডাকছে, ২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে যাঁরা এনুমারেশন ফর্মে কোনও যোগ দেখাতে পারেননি। এই ভোটারদের ‘আনম্যাপ্‌ড’ তালিকায় রাখা হয়েছে। এ ছাড়াও কমিশনের তালিকায় ১.৩৬ কোটি সন্দেহভাজন ভোটার রয়েছেন। তাঁদেরও শুনানিতে হাজির হতে হবে। তবু ৮৫ বছরের বেশি বয়সি নাগরিক, অসুস্থ বা বিশেষ ভাবে সক্ষম হলে শুনানিকেন্দ্রে হাজির হতে হবে না। সে ক্ষেত্রে কমিশনের প্রতিনিধিরা বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহ করবেন। দেব এবং তাঁর পরিবারের সদস্যদের কোন তালিকায় ফেলা হয়েছে, এখনও স্পষ্ট নয়।


এসআইআর প্রক্রিয়া এবং শুনানি নিয়ে প্রথম থেকেই সরব শাসক তৃণমূল। দাবি, বৈধ ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার পরিকল্পনা করেছে বিজেপি। সেই কারণেই এ ভাবে তাঁদের শুনানিতে ডেকে অযথা হেনস্থা করা হচ্ছে। দেবের মতো ব্যস্ত সাংসদ ও অভিনেতাকে তলবের বিরুদ্ধেও শাসকদল সুর চড়াচ্ছে। টলিউডের আরও কয়েক জন অভিনেতা শুনানিতে ডাক পেয়েছেন বলে খবর।



লক্ষ মতুয়া ভোট দিতে না-পারলেও ‘লাভ’! কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের এসআইআর-মন্তব্যে জল্পনা, বিতর্ক
বিহারকে কত টাকা, বৈঠকে মোদী-নীতীশ
ইডি আবার বেআইনি অর্থলগ্নি সংস্থার বিরুদ্ধে তৎপর, বাজেয়াপ্ত করা হল প্রয়াগ গোষ্ঠীর ১১০ কোটির সম্পত্তি
মুনিরই ‘পাকিস্তানের প্রধান’! ভারত-পাক সংঘর্ষ নিয়ে ফের বলতে গিয়ে মন্তব্য ট্রাম্পের,পরে আনলেন শাহবাজ়ের নাম
Bangladesh Unrest| Who is Dipu Chandra Das? বারুদের স্তূপে বাংলাদেশ! গাছে বেঁধে, মিথ্যে অভিযোগে জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হিন্দু যুবক দীপু দাস আসলে কে?
অন্ধ ভারত বিরোধিতা করে বাংলাদেশকে খাদে নিয়ে যাচ্ছে ইউনুস সরকার: হাসিনা
বাংলাদেশে লাগাতার হিন্দু নির্যাতন, প্রতিবাদের আঁচে উত্তাল কলকাতা, বিক্ষোভে সামিল শুভেন্দু, দিলেন চরম সতর্কবার্তা
দীপু হত্যার বিচার চেয়ে বেকবাগানে বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে রক্ত ঝরল হিন্দুত্ববাদী সংগঠনের

Post a Comment

Previous Post Next Post