ইডি আবার বেআইনি অর্থলগ্নি সংস্থার বিরুদ্ধে তৎপর, বাজেয়াপ্ত করা হল প্রয়াগ গোষ্ঠীর ১১০ কোটির সম্পত্তি

 আর এক কেন্দ্রীয় সংস্থার সিবিআই-এর দায়ের করা এফআইআর-এর ভিত্তিতেই বেআইনি পঞ্জি স্কিমের মাধ্যমে টাকা তোলার অভিযোগ প্রয়াগের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছিল বলে সোমবার ইডির তরফে জানানো হয়েছে।


অর্থলগ্নি সংস্থার মামলার তদন্তে এ বার প্রয়াগ গোষ্ঠীর বিপুল সম্পত্তি বাজেয়াপ্ত করল কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সংস্থার তরফে জানানো হয়েছে, ‘প্রয়াগ ইনফোটেক নেটওয়ার্ক প্রাইভেট লিমিটেড’, ‘প্রয়াগ ইনফোটেক হাইহাইজ় লিমিটেড’ ৩৮ লক্ষ ৭১ হাজারের বেশি লগ্নির মাধ্যমে প্রায় ২৮৬৩ কোটি টাকা বেআইনি ভাবে বাজার থেকে তুলেছিল।


আর্থিক তছরুপের মামলায় গত বছরের নভেম্বর মাসে প্রয়াগ গ্রুপের মালিক বাসুদেব বাগচী এবং তাঁর ছেলে অভীককে গ্রেফতার করেছিল ইডি। নিউ আলিপুরের সাহাপুর কলোনিতে তাঁদের ফ্ল্যাট, বেহালা এবং জোকার আরও দুই জায়গায় তল্লাশির পরে মুম্বই থেকে গ্রেফতার করা হয়েছিল বাবা ও ছেলেকে। তাঁদের বিরুদ্ধে আমানতকারীদের টাকা নয়ছয় করার অভিযোগ এনেছে ইডি। ওই সংস্থার মালিক এবং তাঁর পুত্রকে ২০১৭ সালের মার্চ মাসে গ্রেফতার করেছিল সিবিআই। ফের ওই দু’জনের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ ওঠে।


আর এক কেন্দ্রীয় সংস্থার সিবিআই-এর দায়ের করা এফআইআর-এর ভিত্তিতেই বেআইনি পঞ্জি স্কিমের মাধ্যমে টাকা তোলার অভিযোগ প্রয়াগের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছিল বলে সোমবার ইডির তরফে জানানো হয়েছে। বাজেয়াপ্ত করা সম্পত্তির পরিমাণ ১১০ কোটি টাকা। এর মধ্যে প্রয়াগ গোষ্ঠীর মালিকানাধীন ৪৫০ একর জমি রয়েছে।


যার বাজারমূল্য প্রায় ১০৪ কোটি টাকা বলে জানিয়েছে ইডি। সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে, বেশি মুনাফা দেওয়ার আশ্বাস দিয়ে বাজার থেকে এই বিপুল পরিমাণ টাকা তুলে ধৃত বাসুদেব এবং তাঁর পরিবারের সদস্যেরা ব্যক্তিগত ভাবে আত্মসাৎ করেছিলেন বলে ইডির দাবি।

Post a Comment

Previous Post Next Post