Anubrata Mondal: নির্বাচন কমিশনের তথ্য বলছে গোটা রাজ্যজুড়ে বাদ গিয়েছে ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৮ জনের নাম। অনেক জেলাতেই ২ লাখের কাছাকাছি নাম বাদ গিয়েছে। অন্যদিকে ২০০২ সালের সঙ্গে ম্যাপিং না হওয়াতেও একটা বড় অংশের ভোটারকে ডাকা হচ্ছে হিয়ারিংয়ে।
Edited By: Amar Mondal
Dec 17, 2025 | 7:41 PM
বোলপুর: প্রকাশিত হয়েছে এসআইআর-এর খসড়া তালিকা। প্রশাসনিক মহল তো বটেই, তা নিয়ে পুরোদমে চর্চা চলছে রাজনৈতিক মহলেও। আলাদা করে নাম বাদের খসড়া তালিকাও দিয়েছে নির্বাচন কমিশন। যদিও বড় অঙ্কের মানুষের নাম বাদ গেলেও তাতে নির্বাচনে খুব একটা ছাপ পড়বে না বলেই মনে করছেন বীরভূমে তৃণমূল কংগ্রেসের কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল। হাতে তালিকা নিয়ে তিনি জানান, বীরভূম জেলায় প্রায় ১ লক্ষ ১৭ হাজার ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে। যদিও তাঁর দাবি, এর মধ্যে সিংহভাগই মৃত ভোটার। আবার কাজ পেয়ে অনেকে অন্যত্র চলে গিয়েছেন এমন ভোটারের সংখ্যাও নেহাৎ কম নয়।
অনুব্রত মণ্ডল বলছেন, বীরভূমের প্রতিটি পৌরসভার প্রায় সব ওয়ার্ডেই কমবেশি মৃত ভোটারদের নাম বাদ গিয়েছে। যেসব নাম বাদ পড়েছে, তার অধিকাংশই আগেও বিভিন্ন কারণে ভোটার তালিকা থেকে বাদ ছিল। ফলে নতুন করে কোনও বড় পরিবর্তন বা প্রভাব পড়ার প্রশ্নই নেই বলে মনে করেছেন তিনি। এ বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে তাঁর সাফ কথা, কোনও চান্সই নেই প্রভাব পড়ার। তিনি আরও বলছেন, আমার ওয়ার্ডে ৬টা বুথ মিলিয়ে ১৭৬ জনের নাম বাদ দিয়েছে। সব ওয়ার্ডেই কমবেশি একই ছবি।
প্রসঙ্গত, নির্বাচন কমিশনের তথ্য় বলছে গোটা রাজ্যজুড়ে বাদ গিয়েছে ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৮ জনের নাম। অনেক জেলাতেই ২ লাখের কাছাকাছি নাম বাদ গিয়েছে। অন্যদিকে ২০০২ সালের সঙ্গে ম্যাপিং না হওয়াতেও একটা বড় অংশের ভোটারকে ডাকা হচ্ছে হিয়ারিংয়ে। এরমধ্যে বীরভূম থেকে ডাক পেতে চলেছেন ৬৩ হাজার ৫০২ জন।
