নাম কাটছে ভ্যানিশকুমারেরা’! জ্ঞানেশ, মনোজদের নিশানা মমতার, এআই দিয়ে ভোটার তালিকায় কারচুপিরও আশঙ্কা
Jio-Airtelকে টেক্কা দিতে মাঠে BSNL, ৫০ দিনে ১০০GB ডেটার ধামাকাদার প্ল্যান
মাস্ক-ঝড়ের অপেক্ষায় প্রহর গুনছে শেয়ার বাজার, দেড় লক্ষ কোটি ডলারের আইপিও আনতে পারে মহাকাশ সংস্থা ‘স্পেসএক্স’
কমিশন জবাব দাও’! ফের সিইও দফতরের সামনে উত্তেজনা, পুলিশের, সঙ্গে ধস্তাধস্তি বিএলও-দের একাংশের
নির্বাচনের আগে শান্তি ফিরুক, ভারতের সঙ্গে সম্পর্কে যত দ্রুত সম্ভব উত্তেজনা কমুক’! পুতিনের দূত বার্তা দিলেন বাংলাদেশকে
মহারাষ্ট্রের পুর নির্বাচনে জয়ী বিজেপি নেতৃত্বাধীন ‘মহাজুটি’ জোট, পদ্মশিবিরে উল্লাস
Muhammad Yunus on Bangladesh: ‘ধৈর্য ধরুন’, কেন এ কথা বললেন মহম্মদ ইউনূস?
বিএসএফ জওয়ানকে টেনেহিঁচড়ে বাংলাদেশ নিয়ে গেল গরু পাচারকারীরা! অপহৃতকে উদ্ধারের চেষ্টায় বাহিনী

SIR Hearing Centre: বাংলার প্রান্তিক মানুষের স্পেশাল রিভিশনে ‘স্পেশাল’ শুনানি কমিশনের West Bengal SIR Hearing: কিন্তু কোন কোন জেলায় তৈরি হবে এই বিশেষ শুনানি কেন্দ্র? ডিইও-দের প্রস্তাবিত তালিকা অনুযায়ী, রাজ্যের মোট ১২টি জেলা যথাক্রমে - দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, নদিয়া, পশ্চিম বর্ধমান, হাওড়া এবং উত্তর ২৪ পরগনাজুড়ে মোট ১৬০টি বিকেন্দ্রীভূত শুনানি কেন্দ্র তৈরি হবে।

 West Bengal SIR Hearing: কিন্তু কোন কোন জেলায় তৈরি হবে এই বিশেষ শুনানি কেন্দ্র? ডিইও-দের প্রস্তাবিত তালিকা অনুযায়ী, রাজ্যের মোট ১২টি জেলা যথাক্রমে - দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, নদিয়া, পশ্চিম বর্ধমান, হাওড়া এবং উত্তর ২৪ পরগনাজুড়ে মোট ১৬০টি বিকেন্দ্রীভূত শুনানি কেন্দ্র তৈরি হবে।


image




কলকাতা: শুনানি কেন্দ্র বাড়ি থেকে অর্ধশত কিলোমিটার দূর, চাইলেও যাওয়া কঠিন। একই ভাবে যাঁরা বিচ্ছিন্ন জনবসতি কিংবা বনাঞ্চলের মানুষ, তাঁদের জন্য এসআইআর শুনানি কেন্দ্রে পৌঁছনো অসাধ্য সাধনের থেকে কিছু কম নয়। এবার এই সকল এলাকার বাসিন্দাদের কথা মাথায় রেখে ‘ডিসেন্ট্রালাইজড হিয়ারিং সেন্টার’ বা বিকেন্দ্রীভূত শুনানি কেন্দ্রে শুনানি পরিচালনায় অনুমতি দিল জাতীয় নির্বাচন কমিশন।


সম্প্রতি এই মর্মে রাজ্যের ১২টি জেলার নির্বাচনী আধিকারিক বা ডিইও-রা একটি প্রস্তাব পাঠিয়েছিলেন কমিশনের কাছে। শনিবার তাতেই ‘গ্রিন সিগন্যাল’ দিয়েছে নির্বাচন কমিশন। কিন্তু এই বিকেন্দ্রীভূত শুনানি কেন্দ্রের অর্থ কী? খুব সাধারণ ভাষায় স্থানীয় বা আঞ্চলিক পর্যায়ে তৈরি হওয়া কোনও শুনানি কেন্দ্র। যা তৈরি হবে প্রত্যন্ত এলাকার মানুষের জন্য। আরও সহজ করে বলতে গেলে, রাজ্যের বিচ্ছিন্ন জনবসতি বা প্রান্তিক এলাকায় থাকা মানুষও যাতে এসআইআর শুনানিতে অংশগ্রহণ করতে পারেন, সেই বিষয়টি সুনিশ্চিত করতেই এই পদক্ষেপ।

কিন্তু কোন কোন জেলায় তৈরি হবে এই বিশেষ শুনানি কেন্দ্র? ডিইও-দের প্রস্তাবিত তালিকা অনুযায়ী, রাজ্যের মোট ১২টি জেলা যথাক্রমে – দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, নদিয়া, পশ্চিম বর্ধমান, হাওড়া এবং উত্তর ২৪ পরগনাজুড়ে মোট ১৬০টি বিকেন্দ্রীভূত শুনানি কেন্দ্র তৈরি হবে।

নির্দেশিকায় আরও বলা হয়েছে, এই সমস্ত কেন্দ্রে যথাযথ নিরাপত্তা ব্য়বস্থা সুনিশ্চিত করতে হবে, যাতে শুনানি প্রক্রিয়া শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল ভাবে সম্পন্ন হয়। পাশাপাশি, কোনও রকম বহিরাগত প্রভাব বা কোনও রকম হস্তক্ষেপ যাতে না হয়, সেই বিষয়েও নজর রাখতে হবে প্রশাসনকে। সর্বোপরি জনপ্রতিনিধি আইন মেনে নির্বাচন কমিশনের প্রতিনিধিদের শুনানি সংক্রান্ত কাজ করতে হবে।




হুমায়ুন কবীরের দলের সঙ্গে জোট নিয়ে কোনও কথাই হয়নি, জানিয়ে দিলেন আইএসএফ চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী
সংখ্যালঘুদের বিরুদ্ধে অবিরাম হিংসা উদ্বেগজনক’! বাংলাদেশে দীপু দাসের পর অমৃত মণ্ডলের হত্যা নিয়েও প্রতিক্রিয়া ভারতের
বছর শেষ, কবে DA মামলার রায়দান করবে সুপ্রিম কোর্ট? মলয় মুখোপাধ্যায় বললেন, জানুয়ারি মাসের…
SIR In Bengal: BLO অ্যাপে আনম্যাপড নিয়ে নতুন নির্দেশিকা CEO দফতরের
বাংলাদেশে কর্মরত ভারতীয়দের ‘ওয়ার্ক পারমিট’ বাতিলের দাবি হাদির সংগঠনের, দিল্লির বিরুদ্ধে আদালতে যাওয়ার জন্য চাপসৃষ্টি
প্রত্যেক SIR শুনানি কেন্দ্রের পাশে হবে তৃণমূলের সহায়তা শিবির, ঘোষণা অভিষেকের
কোরান নিয়ে বিতর্কিত মন্তব্য, অসীম সরকারকে ‘কুচি কুচি করে কাটা’র হুমকি, অভিযোগ দায়ের বিধায়কের
বিজেপিকে রুখতে এক ছাতার তলায় বাম-তৃণমূল! অঘোষিত জোটের ধাক্কায় পূর্ব মেদিনীপুরে সমবায় ভোটে খাতাই খুলল না পদ্মের প্রার্থীদের

Post a Comment

Previous Post Next Post