নাম কাটছে ভ্যানিশকুমারেরা’! জ্ঞানেশ, মনোজদের নিশানা মমতার, এআই দিয়ে ভোটার তালিকায় কারচুপিরও আশঙ্কা
Jio-Airtelকে টেক্কা দিতে মাঠে BSNL, ৫০ দিনে ১০০GB ডেটার ধামাকাদার প্ল্যান
মাস্ক-ঝড়ের অপেক্ষায় প্রহর গুনছে শেয়ার বাজার, দেড় লক্ষ কোটি ডলারের আইপিও আনতে পারে মহাকাশ সংস্থা ‘স্পেসএক্স’
কমিশন জবাব দাও’! ফের সিইও দফতরের সামনে উত্তেজনা, পুলিশের, সঙ্গে ধস্তাধস্তি বিএলও-দের একাংশের
নির্বাচনের আগে শান্তি ফিরুক, ভারতের সঙ্গে সম্পর্কে যত দ্রুত সম্ভব উত্তেজনা কমুক’! পুতিনের দূত বার্তা দিলেন বাংলাদেশকে
মহারাষ্ট্রের পুর নির্বাচনে জয়ী বিজেপি নেতৃত্বাধীন ‘মহাজুটি’ জোট, পদ্মশিবিরে উল্লাস
Muhammad Yunus on Bangladesh: ‘ধৈর্য ধরুন’, কেন এ কথা বললেন মহম্মদ ইউনূস?
বিএসএফ জওয়ানকে টেনেহিঁচড়ে বাংলাদেশ নিয়ে গেল গরু পাচারকারীরা! অপহৃতকে উদ্ধারের চেষ্টায় বাহিনী

Operation Sindoor: ‘অপারেশন সিঁদুরে’ অসামান্য অবদান, প্রাণের ঝুঁকি নিতেও পিছপা হয়নি, পুরস্কৃত ১০ বছরের বালক

 Shravan Singh: শুক্রবার শ্রবণের হাতে ‘Pradhan Mantri Rashtriya Bal Puraskar’ তুলে দেন রাষ্ট্রপতি মুর্মু।

By : ABP Live Focus | Edited By: pampaas | Updated at : 27 Dec 2025 11:17 AM (IST)




image


নয়াদিল্লি:‘অপারেশন সিঁদুর’ চলাকালীন সেনাবাহিনীর সেবায় নিয়োজিত করেছিল নিজেকে। পঞ্জাবের সেই ১০ বছরের বালক, শ্রবণ সিংহকে এবার ‘Pradhan Mantri Rashtriya Bal Puraskar’ দিল কেন্দ্রীয় সরকার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বালকের হাতে পুরস্কার তুলে দিলেন। ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাত চরমে যখন, সেই সময় সেনাবাহিনীর সাহায্য়ে এগিয়ে যায় ওই বালক। (Shravan Singh)


শুক্রবার শ্রবণের হাতে ‘Pradhan Mantri Rashtriya Bal Puraskar’ তুলে দেন রাষ্ট্রপতি মুর্মু। শ্রবণ পঞ্জাবের ফিরোজপুর জেলার বাসিন্দা। ‘অপারেশন সিঁদুর’ চলাকালীন তাদের গ্রামের কাছে সেনা মোতায়েন করা হয়। নিজে সরাকরি যুদ্ধক্ষেত্রে না থাকলেও, সেনাবাহিনীকে পানীয় ও খাদ্যসামগ্রী জুগিয়ে গিয়েছিল শ্রবণ। নিয়ম করে প্রত্যেক দিন জল, দুধ, লসসি পৌঁছে দিয়ে আসত সে। ঝুঁকি থাকা সত্ত্বেও নিজের দায়িত্ব থেকে একচুল সরেনি। (Operation Sindoor)

 আর পড়ুন : অপারেশন সিঁদুর নিয়ে স্পেশ্যাল ব্রিফিংয়ে ডিজিএমও লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই জানিয়েছেন, পাকিস্তানের সেনাবাহিনীর অন্তত ৩৫-৪ জন নিহত হয়েছেন। বিস্তারিত 


কেন্দ্রীয় সরকারের কাছ থেকে পুরস্কার পেয়ে আপ্লুত শ্রবণ। কিন্তু কিছু পাওয়ার আশায় সে সেনাবাহিনীকে সাহায্য করেনি বলেও জানিয়েছেন। তার বক্তব্য, “অপারেশন সিঁদুর শুরু হলে আমাদের গ্রামেও সৈনিকরা এসে পৌঁছন। মনে হয়েছিল ওঁদের পাশে থাকা দরকার। তাই দুধ, চা, লসসি, বরফ নিয়ে রোজ যেতাম ওঁদের কাছে। আজ পুরস্কার পেয়ে ভালই লাগছে। তবে এসব কল্পনাও করিনি।” সেনার আধিকারিকরা জানিয়েছেন, নিজে থেকেই পানীয়, রেশন নিয়ে পৌঁছে যেত শ্রবণ। বাড়ির লোকজনও ওকে কিছু বলেননি।


তারা ওয়ালি গ্রামের কৃষক পরিবারের ছেলে শ্রবণ। চতুর্থ শ্রেণির ছাত্র সে। আন্তর্জাতিক সীমান্ত থেকে তাদের গ্রামের দূরত্ব মোটে দুই কিলোমিটার। ভারতীয় সেনা তার অবদান মনে রেখেছে। গত মে মাসে সেনার মেজর জেনারেল রঞ্জিত সিংহ মানরালও শ্রবণকে সম্মানিত করেন। ভবিষ্যতে সেনাবাহিনীতেই যোগ দেওয়ার ইচ্ছে শ্রবণের। তার কথায়, “বড় হয়ে ফৌজি হতে চাই। দেশের সেবা করতে চাই আমি।”


ছেলেকে নিয়ে গর্ব বোধ করছে গোটা পরিবারও। শ্রবণের বাবা বলেন, “আমরা ওকে নিয়ে গর্ব বোধ করছি। সেনাও ওকে ভালবাসে।” গত ৭ মে ‘অপারেশন সিঁদুরে’র সূচনা ঘটে। ভারত ও পাকিস্তান একেবারে মুখোমুখি সংঘর্ষে অবতীর্ণ হয়। সেই সময় পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে একাধিক জঙ্গিঘাঁটি ধ্বংস করে ভারত। পাকিস্তানের আক্রমণও প্রতিহত করতে সফল হয়।

Post a Comment

Previous Post Next Post