Shravan Singh: শুক্রবার শ্রবণের হাতে ‘Pradhan Mantri Rashtriya Bal Puraskar’ তুলে দেন রাষ্ট্রপতি মুর্মু।
By : ABP Live Focus | Edited By: pampaas | Updated at : 27 Dec 2025 11:17 AM (IST)

শুক্রবার শ্রবণের হাতে ‘Pradhan Mantri Rashtriya Bal Puraskar’ তুলে দেন রাষ্ট্রপতি মুর্মু। শ্রবণ পঞ্জাবের ফিরোজপুর জেলার বাসিন্দা। ‘অপারেশন সিঁদুর’ চলাকালীন তাদের গ্রামের কাছে সেনা মোতায়েন করা হয়। নিজে সরাকরি যুদ্ধক্ষেত্রে না থাকলেও, সেনাবাহিনীকে পানীয় ও খাদ্যসামগ্রী জুগিয়ে গিয়েছিল শ্রবণ। নিয়ম করে প্রত্যেক দিন জল, দুধ, লসসি পৌঁছে দিয়ে আসত সে। ঝুঁকি থাকা সত্ত্বেও নিজের দায়িত্ব থেকে একচুল সরেনি। (Operation Sindoor)
কেন্দ্রীয় সরকারের কাছ থেকে পুরস্কার পেয়ে আপ্লুত শ্রবণ। কিন্তু কিছু পাওয়ার আশায় সে সেনাবাহিনীকে সাহায্য করেনি বলেও জানিয়েছেন। তার বক্তব্য, “অপারেশন সিঁদুর শুরু হলে আমাদের গ্রামেও সৈনিকরা এসে পৌঁছন। মনে হয়েছিল ওঁদের পাশে থাকা দরকার। তাই দুধ, চা, লসসি, বরফ নিয়ে রোজ যেতাম ওঁদের কাছে। আজ পুরস্কার পেয়ে ভালই লাগছে। তবে এসব কল্পনাও করিনি।” সেনার আধিকারিকরা জানিয়েছেন, নিজে থেকেই পানীয়, রেশন নিয়ে পৌঁছে যেত শ্রবণ। বাড়ির লোকজনও ওকে কিছু বলেননি।
তারা ওয়ালি গ্রামের কৃষক পরিবারের ছেলে শ্রবণ। চতুর্থ শ্রেণির ছাত্র সে। আন্তর্জাতিক সীমান্ত থেকে তাদের গ্রামের দূরত্ব মোটে দুই কিলোমিটার। ভারতীয় সেনা তার অবদান মনে রেখেছে। গত মে মাসে সেনার মেজর জেনারেল রঞ্জিত সিংহ মানরালও শ্রবণকে সম্মানিত করেন। ভবিষ্যতে সেনাবাহিনীতেই যোগ দেওয়ার ইচ্ছে শ্রবণের। তার কথায়, “বড় হয়ে ফৌজি হতে চাই। দেশের সেবা করতে চাই আমি।”
ছেলেকে নিয়ে গর্ব বোধ করছে গোটা পরিবারও। শ্রবণের বাবা বলেন, “আমরা ওকে নিয়ে গর্ব বোধ করছি। সেনাও ওকে ভালবাসে।” গত ৭ মে ‘অপারেশন সিঁদুরে’র সূচনা ঘটে। ভারত ও পাকিস্তান একেবারে মুখোমুখি সংঘর্ষে অবতীর্ণ হয়। সেই সময় পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে একাধিক জঙ্গিঘাঁটি ধ্বংস করে ভারত। পাকিস্তানের আক্রমণও প্রতিহত করতে সফল হয়।
নয়াদিল্লির সঙ্গে সম্পর্ক উন্নতির চেষ্টা চলছে, ভারতবিরোধী প্রচার জটিলতার কারণ! মেনে নিলেন ইউনূস প্রশাসনের উপদেষ্টা
কড়া পদক্ষেপ দিল্লির নেই কেন, আক্ষেপ অন্দরেই
বড়দিনের আগে পার্ক স্ট্রিটে বিশেষ ট্রাফিক ব্যবস্থা! কোন রাস্তায় কত ক্ষণ নিয়ন্ত্রণ, জানিয়ে দিলেন পুলিশ কমিশনার
রোজই তৈরি হচ্ছে নয়া রেকর্ড, আবার নতুন উচ্চতায় সোনা-রুপা