Ads

advertisement

নাম কাটছে ভ্যানিশকুমারেরা’! জ্ঞানেশ, মনোজদের নিশানা মমতার, এআই দিয়ে ভোটার তালিকায় কারচুপিরও আশঙ্কা
Jio-Airtelকে টেক্কা দিতে মাঠে BSNL, ৫০ দিনে ১০০GB ডেটার ধামাকাদার প্ল্যান
মাস্ক-ঝড়ের অপেক্ষায় প্রহর গুনছে শেয়ার বাজার, দেড় লক্ষ কোটি ডলারের আইপিও আনতে পারে মহাকাশ সংস্থা ‘স্পেসএক্স’
কমিশন জবাব দাও’! ফের সিইও দফতরের সামনে উত্তেজনা, পুলিশের, সঙ্গে ধস্তাধস্তি বিএলও-দের একাংশের
নির্বাচনের আগে শান্তি ফিরুক, ভারতের সঙ্গে সম্পর্কে যত দ্রুত সম্ভব উত্তেজনা কমুক’! পুতিনের দূত বার্তা দিলেন বাংলাদেশকে
মহারাষ্ট্রের পুর নির্বাচনে জয়ী বিজেপি নেতৃত্বাধীন ‘মহাজুটি’ জোট, পদ্মশিবিরে উল্লাস
Muhammad Yunus on Bangladesh: ‘ধৈর্য ধরুন’, কেন এ কথা বললেন মহম্মদ ইউনূস?
বিএসএফ জওয়ানকে টেনেহিঁচড়ে বাংলাদেশ নিয়ে গেল গরু পাচারকারীরা! অপহৃতকে উদ্ধারের চেষ্টায় বাহিনী

ইরান থেকে ভারতীয়দের ফেরাতে তৎপর কেন্দ্র, ‘নজরে’ ইজ়রায়েলও কী পরিকল্পনা বিদেশ মন্ত্রকের?

 চলতি বছরে ইরানে থাকা ভারতীয় নাগরিকদের উদ্দেশে দু’দফায় বিজ্ঞপ্তি জারি করেছে বিদেশ মন্ত্রক। সাম্প্রতিক পরিস্থিতির কথা বিবেচনা করে গত ৫ এবং ১৪ জানুয়ারি সতর্কবার্তা দু’টি প্রকাশ করা হয়।



image
নরেন্দ্র মোদী। গ্রাফিক: এ. বি. পি. আনন্দ


এক দিকে, হিংসাত্মক গণবিক্ষোভ। অন্য দিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘সামরিক পদক্ষেপে’র হুমকি। এমন অনিশ্চয়তা আবহে ইরান থেকে সব ভারতীয়কে ফেরত আনতে সক্রিয় হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার। বৃহস্পতিবার বিদেশ মন্ত্রকের তরফে কেন্দ্রের এই উদ্যোগের কথা জানানো হয়েছে। এর পাশাপাশি, ইরানি ফৌজের হামলার আশঙ্কার কথা জানিয়ে ইজ়রায়েলে বসবাসকারী ভারতীয়দের উদ্দেশেও সতর্কবার্তা দিয়েছে নয়াদিল্লি।


সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, অতীতে উপসাগরীয় যুদ্ধ, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং আফগানিস্তানের গৃহযুদ্ধের সময় যেমন আটকে পড়া ভারতীয়দের বিশেষ বিমানের সাহায্যে বায়ুসেনা ‘এয়ারলিফ্ট’ করেছিল, ইরানের ক্ষেত্রেও তেমনটাই ভাবনায় রয়েছে কেন্দ্রের। এ ক্ষেত্রে সরকার বেসামরিক এবং সামরিক পরিবহণ বিমান ব্যবহারের বিকল্পও খতিয়ে দেখছে। কেন্দ্রের অনুমান, বর্তমানে ছাত্র-সহ ১০,০০০-এরও বেশি ভারতীয় ইরানে রয়েছেন।


চলতি বছরে ইরানে থাকা ভারতীয় নাগরিকদের উদ্দেশে দু’দফায় বিজ্ঞপ্তি জারি করেছে বিদেশ মন্ত্রক। পশ্চিম এশিয়ার দেশটির সাম্প্রতিক পরিস্থিতির কথা বিবেচনা করে নয়াদিল্লি প্রথম বিজ্ঞপ্তিটি জারি করেছিল গত ৫ জানুয়ারি। ন’দিনের মাথায় বুধবার (১৪ জানুয়ারি) বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল ফের ইরান নিয়ে ভারতীয় নাগরিকদের উদ্দেশে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। তাতে মবলা হয়েছে, ‘‘ইরানের সাম্প্রতিক ঘটনাবলি দেখে ভারতীয় নাগরিকদের আবার পরামর্শ দেওয়া হচ্ছে, এ বিষয়ে পুনরায় বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত কেউ ওই দেশে যাবেন না। বিদেশ মন্ত্রকের গত ৫ জানুয়ারির উপদেশাবলিও দেখতে বলা হচ্ছে।’’


একই সঙ্গে ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাস থেকেও একটি সতর্কবার্তা জারি করা হয়েছে। যাঁরা এখন ইরানে আছেন, তাঁদের উদ্দেশে দেওয়া হয়েছে পাঁচ দফা পরামর্শ। বলা হয়েছে, ‘‘ভারতীয় নাগরিকেরা অবিলম্বে যে কোনও উপায়ে ইরান ছাড়ুন।’’ দূতাবাস জানিয়েছে, পরিবহণের যে মাধ্যম পাওয়া যাবে, তাতেই ভারতীয়দের দেশে ফেরা উচিত। ভ্রমণ বা অভিবাসন সংক্রান্ত নথি, পাসপোর্ট, পরিচয়পত্রও সবসময় তাঁদের সঙ্গে রাখতে বলা হয়েছে। পশ্চিম এশিয়ায় নতুন করে তৈরি হওয়া উত্তেজনার আবহে বুধবার বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে ফোন করেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি। আলোচনার কথা জানিয়ে বুধবার জয়শঙ্কর এক্স পোস্টে লিখেছেন, ‘‘ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচির কাছ থেকে একটি ফোন পেয়েছি। আমরা ইরান এবং তার আশপাশের পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি।’’



‘বাঁচান’! মালদহে কাঁদতে কাঁদতে সটান অভিষেকের সামনে মহিলা, নালিশ খোদ তৃণমূল নেতার দাদার বিরুদ্ধে
রাজ্যপালকে খুনের হুমকি! ‘উড়িয়ে দেওয়া’র ইমেলবার্তার তোয়াক্কা না করে শুক্রবার নিরাপত্তারক্ষী ছাড়াই রাজপথে হাঁটার সিদ্ধান্ত বোসের
Calcutta High Court, I-Pac: ‘এজলাস খালি করুন, কিচ্ছু শুনতে পাচ্ছি না’, বেরিয়েই গেলেন বিচারপতি ঘোষ
আইপ্যাকে তদন্তে বাধা: ফের হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ ইডির, মুখ্যমন্ত্রীকেও মামলায় যুক্ত করা হচ্ছে, দুপুরে একসঙ্গে দুই শুনানি
আইসিসি'র চাপে বিশ্বকাপে ভারতে আসছে বাংলাদেশ? জল্পনার মাঝেই মুখ খুলল বিসিসিআই
Weather Update : গভীর নিম্নচাপ এগোচ্ছে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে, কনকনে শীতে এবার কি বৃষ্টি শুরু? কী জানাল IMD
বিপুল গর্জনে নাক ডাকেন? হৃদ্‌রোগে আক্রান্ত হতে পারেন, ৫ উপসর্গ দেখে সাবধান না হলেই বিপদ
রাজ্যের অধিকারে হস্তক্ষেপ করতে উদ্যোগী মোদি সরকার

Post a Comment

Previous Post Next Post