আগামী ৩ দিন ঘন কুয়াশার সতর্কবার্তা
Published By: Subhankar PatraPosted: 11:04 AM Dec 20, 2025Updated: 11:47 AM Dec 20, 2025
নিরুফা খাতুন: রাজ্যে কার্যত উধাও শীত! আগামী কয়েকদিন তাপমাত্রা বদল নেই। বড়দিন থেকে কমবে পারদ! তবে জাঁকিয়ে শীত নয়। তাপমাত্রা ১৪ থেকে ১৫ ডিগ্রির ঘরে থাকবে। এছাড়াও ছয় থেকে সাত জেলায় ঘন কুয়াশার সতর্কবার্তা আলিপুর আবহাওয়া দপ্তরের। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরের জেলাগুলিতেও ঘন কুয়াশার সতর্কবার্তা।
হাওয়া অফিস জানিয়েছে, আগামী পাঁচ দিনে জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। আগামী সপ্তাহের মাঝামাঝি থেকে পারদ নামতে পারে। বড়দিন তাপমাত্রা কমার সম্ভাবনা। দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পারদ নামতে পারে। তবে জাঁকিয়ে শীত নয়! শনিবার থেকে সোমবার পর্যন্ত কুয়াশার সম্ভাবনা বাড়বে রাজ্যে। ছয় থেকে সাত জেলাতে ঘন কুয়াশা ও বাকি জেলাতেও মাঝারি কুয়াশার পূর্বাভাস। আজ, রবিবার ঘন কুয়াশার সতর্কতা পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, দক্ষিণ ২৪ পরগনায়। রবিবার ঘন কুয়াশার পূর্বাভাস পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদে। কলকাতা-সহ বাকি জেলায় হালকা মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে।
চলতি সপ্তাহে কলকাতায় সামান্য বাড়বে তাপমাত্রা। কলকাতায় দিনের তাপমাত্রা স্বাভাবিক।সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের উপরে। সকালে হালকা কুয়াশা। পরে পরিষ্কার আকাশ। শুষ্ক আবহাওয়া। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। দিনভর শীতের অনুভূতি কার্যত উধাও! সপ্তাহান্তে জাঁকিয়ে শীতের কোনও সম্ভাবনা নেই। আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৬.২ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি।
উত্তরবঙ্গে শীতের আমেজ বজায় থাকবে। তাপমাত্রার বড়সড় কোনও পরিবর্তন নেই। দিনের বেলায় শীতের অনুভূতি অনেকটাই কমবে। আজ, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে সকালের দিকে ঘন কুয়াশা দেখা গিয়েছে। রবিবার ঘন কুয়াশা থাকতে পারে উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। সোমবার উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার সতর্কবার্তা।
