Home#Bangladesh অশান্ত ঢাকায় কড়া বার্তা দিয়ে নজর রাখছে দিল্লি byAbp Ananda Bengali News channels -December 20, 2025 0 বাংলাদেশের পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বন্ধ হওয়া ভারতীয় ভিসা সেন্টারগুলিকে খোলার কোনও সম্ভাবনা নেই৷Authored By : অরিন্দম বন্দ্যোপাধ্যায়Produced By : রিনিকা রায় চৌধুরীPublished:December 20, 2025 at 8:45 AM আগরতলায় বাংলাদেশ উপ-হাইকমিশনের সামনে কড়া পাহারাএই সময়, নয়াদিল্লি: ভারত বিরোধী বিক্ষোভে আবারও অগ্নিগর্ভ হয়ে পড়েছে বাংলাদেশের একটা বড় অংশ৷ আর গোটা পরিস্থিতির উপরে ‘রাউন্ড দ্য ক্লক’ কড়া নজর রাখছে নয়াদিল্লি৷ যদিও শুক্রবার রাত পর্যন্ত বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সরকারি ভাবে কোনও বিবৃতি আসেনি কেন্দ্র সরকারের তরফে।পদ্মাপারে কট্টরপন্থীরা ভারত–বিদ্বেষী ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুর সেখানে পরে ভারত বিরোধী বিক্ষোভ আরও একবার চরমে উঠেছে। তা দেখে রাতারাতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে যোগাযোগ করে কড়া বার্তা পাঠিয়েছে ভারতীয় বিদেশ মন্ত্রক৷ বাংলাদেশে ভারতীয় হাইকমিশন–সহ ভারত সরকারের অন্যান্য অফিসের সঙ্গে যুক্ত ভারতীয় নাগরিক এবং সরকারি কর্মীদের জন্য সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জানিয়েছে নয়াদিল্লি৷বৃহস্পতিবার যে ভাবে চট্টগ্রামে ভারতের অ্যাসিস্ট্যান্ট হাই–কমিশনারের বাসভবন আক্রমণ করার চেষ্টা করেছে কট্টরপন্থীরা, তা ভালো চোখে দেখেনি নয়াদিল্লি। সেটা ভারতের পাঠানো বার্তায় প্রতিফলিত হয়েছে বলেও সরকারি সূত্রের দাবি। আর মোদী সরকারের এই বার্তা পেয়ে রাতারাতি পদক্ষেপ করেছে ওপারের অন্তবর্তী সরকার — এমনটাও দাবি দিল্লির সরকারি সূত্রের৷ শুক্রবার জুম্মার নমাজের পরে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে নতুন করে কোনও ভারত বিরোধী বিক্ষোভ সংগঠিত হয়নি, মোটের উপরে পরিস্থিতি শান্ত আছে, এই বার্তাও শুক্রবার বিকেলের দিকে ঢাকা থেকে দিল্লি পেয়েছে বলে সরকারি সূত্রের দাবি৷দিল্লির একটি উচ্চপদস্থ সূত্রের দাবি, এর পরেও দিল্লি থেকে রাতদিন মনিটরিং চালানো হচ্ছে৷ যে কোনও মুহূর্তে বিশেষ প্রয়োজনে পদ্মাপারে থাকা ভারতীয় দূতাবাসের কর্মী, আধিকারিকদের যাতে এ পারে নিয়ে আসা সম্ভব হয়, তা নিশ্চিত করা হয়েছে বলেই দিল্লির ওই সরকারি সূত্রের দাবি৷ এ ক্ষেত্রে তৈরি রাখা হচ্ছে বাংলাদেশ লাগোয়া পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং অসমের আন্তর্জাতিক সীমান্তে মোতায়েন বিএসএফ জওয়ানদেরও৷ সংশ্লিষ্ট রাজ্য প্রশাসনগুলির সঙ্গে এই বিষয়ে ইতিমধ্যেই এক প্রস্থ আলোচনা সেরে ফেলেছেন কেন্দ্রীয় সরকারের উচ্চ পদস্থ আমলারা৷এর পাশাপাশি আকাশপথে জরুরি সম্ভাব্য ‘ইভাকুয়েশন অপারেশন’–এর জন্য তৈরি রাখা হচ্ছে ভারতীয় বায়ুসেনাকেও৷ বাংলাদেশের রাজধানী ঢাকা, রাজশাহী এবং খুলনার মতো শহরে থাকা ভারতীয় ভিসা সেন্টারগুলিকে বন্ধ করা হয়েছে আগেই৷ দিল্লির সরকারি সূত্রের দাবি, বাংলাদেশের পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বন্ধ হওয়া ভারতীয় ভিসা সেন্টারগুলিকে খোলার কোনও সম্ভাবনা নেই৷ Tags #Bangladesh Facebook Twitter