এ ছাড়াও লালগোলা থেকে শিয়ালদহ এবং কলকাতা স্টেশনগামী ভাগীরথী ও ধনধান্য এক্সপ্রেস নদিয়ার বাদকুল্লা আর তাহেরপুরে থামবে।
নিজস্ব সংবাদদাতা
প্রায় ৩২০০ কোটি টাকার জাতীয় সড়ক সম্প্রসারণ প্রকল্পের উদ্বোধনও শিলান্যাস ছাড়াও রাজনৈতিক কর্মসূচি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আজ, শনিবার নদিয়া সফরে আসার কথা। ওই সফরকে কেন্দ্র করে সম্ভাব্য ভিড়ের আশঙ্কায় কল্যাণী থেকে লালগোলা শাখায় বাড়তি ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন।
আজ লালগোলা-রানাঘাট ইএমইউ স্পেশাল সকাল সাড়ে৬টায় লালগোলা থেকে ছেড়েসকাল ৯টা ২৫ মিনিটে রানাঘাট পৌঁছবে। এ ছাড়াও কল্যাণী এবং কৃষ্ণনগরের মধ্যে এক জোড়াবাড়তি ইএমইউ ট্রেন চালানোর সিদ্ধান্ত হয়েছে। ওই দু’টি ট্রেনের প্রথমটি সকাল ৭টা ৪০ মিনিটে কল্যাণী থেকে ছেড়ে সকাল৮টা ৩৬ মিনিটে কৃষ্ণনগর পৌঁছবে। অন্য লোকালটি সকাল ৮টা ৪ মিনিটে ছেড়ে সকাল ৯টায় কৃষ্ণনগরে পৌঁছবে।
এ ছাড়াও লালগোলা থেকে শিয়ালদহ এবং কলকাতা স্টেশনগামী ভাগীরথী ও ধনধান্য এক্সপ্রেস নদিয়ার বাদকুল্লা আর তাহেরপুরে থামবে। বিপরীত পথে কলকাতা-লালগোলা হাজারদুয়ারি এক্সপ্রেস কল্যাণী, চাকদহ, বাদকুল্লা এবং তাহেরপুরে থামবে। এর বাইরে কৃষ্ণনগর-কাশিমবাজার ইএমইউ লোকাল ট্রেনের সময় পরিবর্তন করা হয়েছে। ওই ট্রেন সকাল ৬টা ১২ মিনিটে লালগোলা থেকে ছেড়ে সকাল৮টা ৫৫ মিনিটে কালীনারায়ণপুর স্টেশনে পৌঁছবে। প্রধানমন্ত্রীরসফরের দিনে বেলা ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত লালগোলা ও রানাঘাটের মধ্যে সমস্ত ইএমইউ এবং মেমু ট্রেন আসা-যাওয়ার পথে সব স্টেশনে থামবে।
রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ প্রধানমন্ত্রী নদিয়ার বড়জাগুলি এবং কৃষ্ণনগরের মধ্যে ৬৬.৭ কিলোমিটার দীর্ঘ পথে চার লেনের ৩৪ নম্বর জাতীয়সড়কের সূচনা এবং বারাসত ও বড়জাগুলির মধ্যে ১৭.৬ কিলোমিটার পথে চার লেনের জাতীয় সড়কনির্মাণ প্রকল্পের শিলান্যাস করবেন। রেলের পক্ষ থেকে আলাদা করে প্রধানমন্ত্রীর সফরের কারণে ট্রেন বাড়ানোর কথা বলা না হলেও যাত্রীদের ভিড়ের আশঙ্কা করে বাড়তি ট্রেন চালানো হচ্ছে বলে জানানো হয়েছে।
পাশাপাশি, নতুন বছরের শুরুতে গঙ্গাসাগর মেলার প্রস্তুতি ঘিরেসম্প্রতি বিভিন্ন ব্যবস্থাপনা খতিয়ে দেখতে কাকদ্বীপ এবং নামখানা স্টেশন পরিদর্শন করেন শিয়ালদহ ডিভিশনের রেলওয়ে ম্যানেজার রাজীব সাক্সেনা। মেলায় আগত তীর্থযাত্রীদের যাতায়াতের ক্ষেত্রে স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে রেলের তরফে একাধিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।
