Anubrata Mondal: পুলিশ কর্তাকে 'অশালীন, কদর্য' হুমকি, বিতর্কে নিরাপত্তা কমল অনুব্রতর! কী কী সুবিধা আর পাবেন না?
Anubrata Mondal Viral Clip: বোলপুর থানার IC-কে কদর্যভাষায় কেষ্টর হুমকি নিয়ে অস্বস্তি বেড়েছে তৃণমূলে।
![]() |
পুলিশকর্তাকে হুমকি-বির্তকে সরিয়ে দেওয়া হল অনুব্রতর ৫ জন হাউস গার্ডকে
Source : ABP Ananda
কলকাতা: বোলপুর থানার IC-কে কদর্যভাষায় কেষ্টর হুমকি, ভাইরাল অডিওয় তোলপাড়। সেই প্রেক্ষাপটে এবার নিরাপত্তা কমল কেষ্ট মণ্ডলের। বোলপুরের IC লিটন হালদারকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে, FIR-ও দায়ের হয়েছে বীরভূমে তৃণমূলের প্রভাবশালী নেতার নামে। বোলপুর থানার IC-কে কদর্যভাষায় কেষ্টর হুমকি নিয়ে অস্বস্তি বেড়েছে তৃণমূলে। আগামী ৪ ঘণ্টার মধ্যে অনুব্রত মণ্ডলকে ক্ষমা চাওয়ার নির্দেশও দেওয়া হয়। এরই মধ্যে কমল নিরাপত্তা।
পুলিশকর্তাকে হুমকি-বির্তকে সরিয়ে দেওয়া হল অনুব্রতর ৫জন হাউস গার্ডকে। সরিয়ে দেওয়া হল অনুব্রতর ৪ জন নিরাপত্তারক্ষীকে। সরিয়ে দেওয়া হল কেষ্ট মণ্ডলের জন্য বরাদ্দ একটি গাড়িও।
এদিকে, তৃণমূলের দেওয়া সময় চার ঘণ্টা শেষ হওয়ার আগেই ক্ষমা চাইলেন অনুব্রত। 'আমি নানা ধরণের ওষুধ খাই, দিদির পুলিশের বিরুদ্ধে কেউ অভিযোগ করলে মাথা গরম হয়। আমি সত্যিই দুঃখিত', চিঠিতে লিখলেন অনুব্রত মণ্ডল। ক্ষমা চাইলেও চক্রান্তের তত্ত্ব অনুব্রতর। 'বিজেপি কীভাবে আইসির সঙ্গে আমার কথাবার্তার ফুটেজ পেল? কোনও চক্রান্ত নেই তো?, চিঠিতে প্রশ্ন কেষ্টর।
এর আগেই বোলপুর থানার IC-কে কদর্যভাষায় কেষ্টর হুমকি নিয়ে আগামী ৪ ঘণ্টার মধ্যে অনুব্রত মণ্ডলকে ক্ষমা চাওয়ার নির্দেশ দিয়েছিল তৃণমূল। কেষ্ট মণ্ডলকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার নির্দেশ তৃণমূলের। 'কোনও পুলিশ আধিকারিকের প্রতি এধরনের মন্তব্য সমর্থন করে না দল। ক্ষমা না চাইলে কেষ্ট মণ্ডলকে শোকজ', জানিয়ে দিয়েছে তৃণমূল।
এর আগে বীরভূমের এই প্রভাবশালী নেতার হুমকির অডিও পোস্ট করে আক্রমণ করেছিলেন সুকান্ত মজুমদার। ভিডিওতে তিনি লিখেছিলেন, 'পুলিশকর্তাকে বীরভূমের প্রভাবশালী তৃণমূল নেতার বেলাগাম আক্রমণ। দুর্দমনীয় মুখ্যমন্ত্রীর স্নেহের চাদরের তলায় কীভাবে সমাজবিরোধী ত্রাসরা সুরক্ষিত', ভাইরাল হওয়া ফোনালাপ শুনলেই স্পষ্ট, নেতার নাম না করে পোস্ট সুকান্তর।
বিজেপি নেতা এও লেখেন, 'বীরভূমের ছাল ছাড়ানো বাঘ, যার মাঝেমধ্যেই ব্রেনে অক্সিজেনের ঘাটতি। দেখুন, কীভাবে একজন পুলিশ অফিসারের সঙ্গে কী ভাষায় কথা বলছে। এই কথোপকথন প্রকাশ্যে আসার পরে প্রশাসনে কী প্রভাব পড়বে? বড় জোর ৪৮ ঘণ্টার মধ্যেই ওই আধিকারিককে সুন্দরবনে বদলি, নয়তো ক্লোজ', পুলিশমন্ত্রী-রাজ্য পুলিশের ডিজির জবাবদিহির দাবি বিজেপির রাজ্য সভাপতির।