দিনহাটা-শীতলকুচিতে বিজেপি কর্মী-সমর্থকদের ওপর হামলার অভিযোগ #Coochbehar #BJP #ABPAnanda বিস্তারিত

 PM Narendra Modi: মোদির সভায় যোগ দেওয়ার পথে বাধা, দিনহাটা-শীতলকুচিতে বিজেপি কর্মীদের উপর 'হামলা'

Coochbehar News: দিনহাটায় বাস ভাঙচুর, শীতলকুচিতে টোটো থেকে নামিয়ে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।


শুভেন্দু ভট্টাচার্য, আলিপুরদুয়ার: অপারেশন সিঁদুরের পর প্রথমবার রাজ্যে প্রধানমন্ত্রী (PM Narendra Modi)। আজ আলিপুরদুয়ারে জনসভা রয়েছে তাঁর। বাগডোগরা থেকে পৌঁছলেন কপ্টারে। আর এদিন মোদিন সভায় যোগ দেওয়ার পথে দিনহাটা-শীতলকুচিতে বিজেপি কর্মী-সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন শাসক দল।


বিজেপি কর্মীদের উপর 'হামলা': আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রীর সভা, যাওয়ার পথে কোচবিহারের দু’ জায়গায় বিজেপি কর্মীদের বাধা। দিনহাটায় বাস ভাঙচুর, শীতলকুচিতে টোটো থেকে নামিয়ে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। দিনহাটা থেকে বাসে করে আলিপুরদুয়ার যাচ্ছিলেন বিজেপি কর্মীরা। অভিযোগ, শিমুলতলায় তাঁদের বাসে হামলা চালায় তৃণমূলের লোকজন। অন্যদিকে, শীতলরকুচির কদমতলায় টোটো থেকে নামিয়ে বিজেপি কর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ। দিনহাটায় স্থানীয় সমস্যা নিয়ে বাস ভাঙচুর হয়েছে। দুটো ঘটনায় দলীয় যোগ অস্বীকার তৃণমূলের।

Post a Comment

Previous Post Next Post