Independence Day : শুধু ভারত নয়, এই দেশগুলিও ১৫ অগাস্টই পালন করে স্বাধীনতা দিবস

 স্বাধীনতার ৭৯ বর্ষপূর্তির প্রাক্কালে একবার দেখে নেওয়া যাক, আর কোন কোন দেশ  ভারতের মতো একই দিনে স্বাধীনতা দিবস পালন করে। 

শুধু ভারত নয়, আরও কয়েকটি দেশও ১৫ অগাস্ট পালন করে স্বাধীনতা দিবস

ধর্ম-বর্ণ-পেশা নির্বিশেষে সমস্ত মানুষ ঝাঁপিয়ে পড়েছিলেন স্বাধীনতার আন্দোলনে। কত বীর-বিপ্লবীর আত্ম বলিদানের পর মিলেছিল স্বাধীনতার স্বাদ। স্বাধীনতার ৭৯ বর্ষপূর্তির প্রাক্কালে একবার দেখে নেওয়া যাক, আর কোন কোন দেশ  ভারতের মতো একই দিনে স্বাধীনতা দিবস পালন করে। 

১. দক্ষিণ কোরিয়া



দক্ষিণ কোরিয়া ১৫ই অগাস্ট গওয়াংবোকজল পালন করে। ১৯৪৫ সালে জাপানি ঔপনিবেশিক শাসন থেকে মুক্তি পেয়েছিল তারা।  “গওয়াংবোক” শব্দের অর্থ "আলোর পুনরুদ্ধার", যা আশা ও স্বাধীনতার প্রতীক। এদিন কোরিয়া জাপানের কঠোর শাসনের ও অত্যাচারের দুর্বিসহ সময় থেকে মুক্তি পেয়েছিল। এই দিনে, কোরিয়ার মানুষ কুচকাওয়াজ, পতাকা উত্তোলন, সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই দিনটি পালন করে। ১৯৪৫ সালের ১৫ অগাস্ট কোরীয় উপদ্বীপে জাপানের শাসনের অবসান ঘটে।  ১৯৪৮ সালে স্বাধীন সরকার গঠিত হয় কোরিয়ায়। এরপর থেকে উত্তর ও দক্ষিণ কোরিয়া দুই দেশেই ১৫ অগাস্ট স্বাধীনতা দিবস পালন করা হয়। 

২. উত্তর কোরিয়া



উত্তর কোরিয়াও ১৫ই অগাস্ট তাদের স্বাধীনতা দিবস পালন করে।  ১৯৪৫ সালে জাপানি ঔপনিবেশিক শাসনের অবসান ঘটে।  স্থানীয়ভাবে এই দিনটিকে "মুক্তি দিবস" বা কোরীয় উপদ্বীপে গওয়াংবোকজল নামে পালন করা হয়।  এই তারিখটি উত্তর কোরিয়ার কাছে যথেষ্ট গুরুত্ববহ। ১৯১০ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত জাপানের নৃশংস শাসনের অধীনে ছিল উত্তর কোরিয়া। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের পরাজয়ের পরে ১৫ অগাস্ট জাপানের ঔপনিবেশিক শাসনের হাত থেকে মুক্তি পায় কোরিয়া। উত্তর কোরিয়ায়, এই দিনে বর্ণাঢ্য সামরিক কুচকাওয়াজ আয়োজন করা হয়। এছাড়া নানারকম  সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন হয়। 

৩. কঙ্গো প্রজাতন্ত্র



১৯৬০ সালের ১৫ই অগাস্ট কঙ্গো প্রজাতন্ত্র ফরাসি ঔপনিবেশিক শাসন থেকে স্বাধীনতা লাভ করে।সে-দেশেও দিনটি কুচকাওয়াজ, বিশিষ্টদের ভাষণ, সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে উদযাপিত হয়। ১৯৫০ ও ৬০-এর দশকের  বিরাট আন্দোলনের ফল হল এই স্বাধীনতা লাভ। বর্তমানে, দিনটি একটি সরকারি ছুটির দিন। এদিন নানারকম উৎসব-অনুষ্ঠান হয়ে থাকে। 

৪. লিকটুনস্টাইন



ইউরোপের ছোট্ট দেশ লিকটুনস্টাইন (Liechtenstein) । এঁরাও ১৫ অগাস্ট স্বাধীনতা দিবস উদযাপন করে। সেই অর্থে এটি দেশটির স্বাধীনতা দিবস নয়, এটি জাতীয় ঐক্য ও স্বায়ত্তশাসনের উদযাপনের দিন। এদিন লিকটুনস্টাইনের নাগরিকরা ভাদুজ ক্যাসেলে একত্রিত হয়, যেখানে রাজপরিবার একটি উন্মুক্ত জায়গায় উদযাপন করে। আতশবাজি, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মনোজ্ঞ ভাষণের মাধ্যমে এই উৎসব পালন হয়।  যদিও ভারতের স্বাধীনতা অর্জনের ইতিহাসের  সঙ্গে এঁদের ইতিহাসের কোনও মিল নেই।  Liechtenstein ১৫ই অগাস্টকে জাতীয় গর্বের দিন হিসাবে পালন করে। 

৫. বাহরিন


১৯৭১ সালের ১৫ অগাস্ট বাহরিন আনুষ্ঠানিকভাবে ব্রিটিশ আশ্রিত অঞ্চলের মর্যাদা থেকে স্বাধীনতা ঘোষণা করে। তবে দেশটি আনুষ্ঠানিকভাবে ১৬ ডিসেম্বর তারিখে তাদের জাতীয় দিবস উদযাপন করে। এটি তাদের প্রয়াত শাসকের অভিষেকের দিন।তবুও, ১৫ অগাস্ট দিনটি  তাঁদের ইতিহাসে বিশেষ গুরুত্ববহ। ১৯৭১ সালে, বাহরিন সংযুক্ত আরব আমিরাতে যোগ না দিয়ে একটি সম্পূর্ণ স্বাধীন রাষ্ট্র হওয়ার সিদ্ধান্ত নেয়।  


Post a Comment

Previous Post Next Post