তিন হাই কোর্টের বিচারপতিকে সুপ্রিম কোর্টে চাইল কলেজিয়াম, কেন্দ্রের কাছে পাঠাল সুপারিশ
কর্নাটক হাই কোর্টের প্রধান বিচারপতি এনভি আঞ্জারিয়া, গৌহাটি হাই কোর্টের প্রধান বিচারপতি বিজয় বিশ্নোই এবং বম্বে হাই কোর্টের বিচারপতি এএস চন্দুরকরের নাম রয়েছে তালিকায়।
সংবাদ সংস্থা পিটিআর জানাচ্ছে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিআর গবইয়ের নেতৃত্বাধীন কলেজিয়াম কর্নাটক হাই কোর্টের প্রধান বিচারপতি এনভি আঞ্জারিয়া, গৌহাটি হাই কোর্টের প্রধান বিচারপতি বিজয় বিশ্নোই এবং বম্বে হাই কোর্টের বিচারপতি এএস চন্দুরকরকে শীর্ষ আদালতের বিচারপতি হিসেবে নিয়োগ করার সুপারিশ করেছে।
প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের কলেজিয়ামের মাধ্যমে বিচারপতি নিয়োগ ঘিরে গত কয়েক বছর ধরেই ধারাবাহিক ভাবে প্রশ্ন তুলছে নরেন্দ্র মোদী সরকার। ওই প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিতীয় মেয়াদে কেন্দ্রীয় আইনমন্ত্রীর পদ থেকে সরতে হয়েছিল কিরেন রিজিজুকে। বিচারপতি নিয়োগের জন্য সুপারিশ করা নাম নিয়ে সরকারের টালবাহানায় ক্ষোভ প্রকাশ করে ২০২২ সালের নভেম্বরে এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপের হুঁশিয়ারিও দিয়েছিল সুপ্রিম কোর্ট।