কোন দিকে এগোচ্ছে পরিস্থিতি? পড়ুন:#abpNews । #AbpBangla । #COVID

 COVID: কোভিডে আক্রান্তের সংখ্যা হাজার ছাড়াল, মৃত্যু সাত জনের, বাংলাতেও বাড়ছে আক্রান্তের সংখ্যা, কী বলছে স্বাস্থ্যভবন?

COVID: আক্রান্তদের ধরনের ভিত্তিতে দুটি ভাগে ভাগ করছেন জন স্বাস্থ্য আধিকারিকরা। এক. এবারে এই ভাইরাসের প্রকোপে কারা আক্রান্ত হয়েছেন, নতুন ভেরিয়েন্টে কারা আক্রান্ত হচ্ছেন। দ্বিতীয়ত, কোডিভ কমিউনিটির মধ্যে রয়েছে। প্রতি বছরই এর প্রভাব লক্ষ্য করা যাবে। তবে এবারে উপসর্গের মাত্রা কম।



কলকাতা: দেশে জুড়ে ক্রমেই বাড়ছে করোনার দাপট। বাংলাতেও বাড়ছে আক্রান্তের সংখ্যা। পরিস্থিতির দিকে নজর রাখছে স্বাস্থ্যভবন।  আক্রান্তদের তালিকায় বৃদ্ধ, প্রসূতি, কিশোরও রয়েছে। কলকাতা-ডায়মন্ডহারবার-সহ রাজ্যের একাধিক জেলায় বাড়ছে আক্রান্তের সংখ্যা। তবে স্বাস্থ্যভবনের তরফে এটা স্পষ্ট করা হয়েছে, নির্দিষ্ট করে কোনও এলাকায় ভাইরাসের দাপট নেই।   এর মধ্যে নতুন করোনার ভেরিয়েন্ট পাওয়া গিয়েছে। NB181 ও LF7-এর চার ধরনের ভেরিয়েন্ট পাওয়া গিয়েছে। নমুনা পাওয়া গিয়েছে, মহারাষ্ট্রে, কর্ণাটকে, অন্ধ্রপ্রদেশে, দিল্লির বিভিন্ন জায়গা থেকে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, কেরলে এখনও পর্যন্ত আক্রান্ত ৪৩০, মহারাষ্ট্রে ২০৯, দিল্লিতে ১০৪, বাংলায়- ১২ জন।  চলতি মরশুমে কোভিডে মৃত্যুর সংখ্যা ৭। (মহারাষ্ট্রে ৪, কেরলে ২)।   রাজ্যে কোভিড আক্রান্তের সংখ্যা বাড়ছে। জানুয়ারি মাস থেকে এ পর্যন্ত বাংলায় কোভিড পজিটিভ ১২ জন। তবে সরকারি চিকিৎসকরা জানাচ্ছেন, অধিকাংশ ক্ষেত্রেই সংক্রমণের মাত্রা সামান্য। রোগীরা বাড়িতে থেকেই সুস্থ হয়ে উঠছেন। উপসর্গ দেখা দিচ্ছে, হালকা জ্বর, কাশি, দুর্বলতা, গলায় সংক্রমণ। চিকিৎসকরা জানাচ্ছেন, এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই। তবে সতর্ক থাকতে বলছে কেন্দ্র।

তবে জানা যাচ্ছে, আক্রান্তদের ধরনের ভিত্তিতে দুটি ভাগে ভাগ করছেন জন স্বাস্থ্য আধিকারিকরা। এক. এবারে এই ভাইরাসের প্রকোপে কারা আক্রান্ত হয়েছেন, নতুন ভেরিয়েন্টে কারা আক্রান্ত হচ্ছেন। দ্বিতীয়ত, কোডিভ কমিউনিটির মধ্যে রয়েছে। প্রতি বছরই এর প্রভাব লক্ষ্য করা যাবে। তবে এবারে উপসর্গের মাত্রা কম।

বাংলাতেও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। তবে স্বাস্থ্যভবনের তরফ থেকে এটাও স্পষ্ট করা হয়েছে, আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। কোথাও কোনও উপসর্গ বাড়ছে কিনা, সেদিকে নজর রাখতে হবে।



Post a Comment

Previous Post Next Post