Calcutta High Court: স্ত্রী, পুত্র-সহ হাইকোর্টের দ্বারস্থ মানিক, আবেদন শুনে কী বললেন বিচারপতি?

 Calcutta High Court: স্ত্রী, পুত্র-সহ হাইকোর্টের দ্বারস্থ মানিক, আবেদন শুনে কী বললেন বিচারপতি?

Shrabanti Saha | Edited By: সঞ্জয় পাইকার

 

Jul 29, 2025 | 7:22 a.m

Calcutta High Court: নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ রয়েছে মানিক ভট্টাচার্য, তাঁর স্ত্রী শতরূপা ভট্টাচার্য এবং ছেলে সৌভিক ভট্টাচার্যের বিরুদ্ধে। ২০২২ সালের ১১ অক্টোবর নিয়োগ দুর্নীতি মামলায় মানিককে গ্রেফতার করেছিল ইডি। ইডি হেফাজত শেষ হওয়ার পর প্রেসিডেন্সি জেলে বন্দি ছিলেন তিনি। গত বছরের সেপ্টেম্বরে তাঁকে শর্তসাপেক্ষে জামিন দেয় কলকাতা হাইকোর্ট।




কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছিলেন। বর্তমানে জামিনে মুক্ত রয়েছেন। এবার প্রাথমিকে নিয়োগ দুর্নীতিতে ইডির মামলা থেকে অব্যাহতি চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন জানালেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য। একই আবেদন জানান তাঁর স্ত্রী ও পুত্র। কিন্তু, তাঁদের আবেদনে সাড়া দিল না হাইকোর্ট। আগামী চার সপ্তাহের মধ্যে হলফনামা দিয়ে তাদের বক্তব্য জানাতে সোমবার ইডিকে নির্দেশ দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। পরের এক সপ্তাহের মধ্যে মানিক ভট্টাচার্য ও তাঁর পরিবারের সদস্যদের উত্তর দিতে বলা হয়েছে।

নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ রয়েছে মানিক ভট্টাচার্য, তাঁর স্ত্রী শতরূপা ভট্টাচার্য এবং ছেলে সৌভিক ভট্টাচার্যের বিরুদ্ধে। ২০২২ সালের ১১ অক্টোবর নিয়োগ দুর্নীতি মামলায় মানিককে গ্রেফতার করেছিল ইডি। ইডি হেফাজত শেষ হওয়ার পর প্রেসিডেন্সি জেলে বন্দি ছিলেন তিনি। গত বছরের সেপ্টেম্বরে তাঁকে শর্তসাপেক্ষে জামিন দেয় কলকাতা হাইকোর্ট। জামিন পাওয়ার পর মানিক মন্তব্য করেছিলেন, ‘সত্যের জয় হবে।’

নিয়োগ দুর্নীতি মামলায় মানিকের স্ত্রী শতরূপা এবং তাঁর পুত্র সৌভিককেও হেফাজতে নিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে মাস পাঁচেক পর কলকাতা হাইকোর্টে জামিন পান মানিকের স্ত্রী। আর সুপ্রিম কোর্ট থেকে জামিন পান সৌভিক।

জামিন পেলেও নিম্ন আদালতের বিচারপর্বে নিয়মিত হাজিরা দিতে হচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি তথা পলাশিপাড়ার তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যকে। নিম্ন আদালতের বিচারপ্রক্রিয়ার উপর স্থগিতাদেশের আর্জি জানিয়েছিলেন মানিক ও তাঁর স্ত্রী-পুত্র। তাঁদের সেই আর্জিও এদিন খারিজ করে দিয়েছে হাইকোর্ট।

Post a Comment

Previous Post Next Post