কেমন থাকবে কলকাতার আবহাওয়া? জেনে নিন এক ঝলকে #WeatherUpdate বিস্তারিত পড়ুন

 Weather Update: ভরপুর বর্ষা, ভিজছে উত্তর থেকে দক্ষিণ! আগামী কয়েকটা দিন কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

Weather News Kolkata: আট জেলায় ভারী বৃষ্টির সতর্কতা কবে? রথযাত্রার দিন কেমন থাকবে আবহাওয়া?



ভরপুর বর্ষা, ভিজছে উত্তর থেকে দক্ষিণ! আগামী কয়েকটা দিন কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?


বর্ষা প্রবেশ করেছে বঙ্গে। থেকে থেকে চলছে বৃষ্টি। তবে আর্দ্রতাজনিত অস্বস্তিও রয়েছে। আজ সারাদিনই অল্পবিস্তর বৃষ্টি হচ্ছে কলকাতায়।


আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, বুধবার সব জেলার বেশিরভাগ জায়গাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি কয়েক পশলা বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গে উপকূলের ও পশ্চিমের জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।


আজ ও কাল দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা ঝোড়ো হওয়া, সঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে সব জেলাতে। সকাল থেকে আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে।


 পরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে।বৃষ্টি চলবে উত্তরবঙ্গে। আজ এবং শুক্রবার উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গে দিনভর আংশিক মেঘলা থাকবে আকাশ। জলীয় বাষ্পের কারণে অস্বস্তি বাড়বে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে


বুধবার দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়া জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে এই জেলাগুলিতে। বিক্ষিপ্তভাবে সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ দুই এক পশলা ঝড়-বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে।


উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা ও মাঝারি বৃষ্টি ও বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় ঝোড়ো হাওয়া থাকবে। বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বুধবার ভারী বৃষ্টির সতর্কতা কোচবিহার, দার্জিলিং ও জলপাইগুড়ি জেলাতে। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ দু-এক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা।

বৃহস্পতিবার ও শুক্রবার ভারী বৃষ্টির কোন সতর্কতা নেই। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা । শনিবার ও রবিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি - ওপরের পাঁচ জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ দু-এক পশলা বৃষ্টির পূর্বাভাস।

আজ আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে কলকাতায়। রাত ও দিনের তাপমাত্রা স্বাভাবিকের ওপরে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় বেলা বাড়লে অস্বস্তি বাড়বে। বৃষ্টি না হলেই অস্বস্তি থাকবে।


শুক্রবার রথের দিন বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি কয়েক পশলা বৃষ্টির পূর্বাভাস। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।

আরও পড়ুন>>



Post a Comment

Previous Post Next Post