Mamata Shankar: 'বাবা-মা শিখিয়েছিলেন, খ্যাতি আর অর্থের পিছনে ছুটো না', পদ্মশ্রী হাতে পেয়ে বললেন মমতা শঙ্কর
Mamata Shankar Reaction: 'যে যেই কাজটাই করছেন, সেটা ভালবেসে করুন। মনযোগ দিয়ে সেই কাজটাই করুন। শুধুমাত্র রোজগার করার জন্য কোনও কাজ করবেন না', বলছেন মমতা শঙ্কর
কলকাতা: ঘোষণা হয়েছিল আগেই, অবশেষে পদ্মশ্রী সম্মান হাতে পেলেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী মমতা শঙ্কর (Mamata Shankar)। মঙ্গলবার মমতা শঙ্কর দিল্লি পৌঁছেছিলেন এই সম্মান গ্রহণ করতে। প্রধানমন্ত্রী, স্বরাস্ট্রমন্ত্রী ও একাধিক নামজাদা ব্যক্তিদের উপস্থিতিতে মমতা শঙ্করের হাতে পুরস্কার তুলে দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu)। এদিন মেরুন রঙের শাড়ি পরেছিলেন মমতা শঙ্কর। সবুজ পাড়ের শাড়ি দিয়ে গায়ে আঁচল দিয়েছিলেন। মাথায় ছিল লাল ফুল। তাঁকে দেখে অনেকেই বলেছেন, এক্কেবারে সনাতনী বাঙালি সাজেই তিনি গিয়েছিলেন পুরস্কার নিতে। সোশ্যাল মিডিয়ায় মমতা শঙ্কর নিজের পুরস্কার নেওয়ার এই ছবি শেয়ার করে নিয়েছেন। আর এই পুরস্কার হাতে নিয়ে কী বলেছেন মমতা শঙ্কর?
ANI -কে দেওয়া সাক্ষাৎকারে মমতা শঙ্কর বলেছেন, 'যে যেই কাজটাই করছেন, সেটা ভালবেসে করুন। মনযোগ দিয়ে সেই কাজটাই করুন। শুধুমাত্র রোজগার করার জন্য কোনও কাজ করবেন না। আমার বাবা মা আমায় চিরকাল শিখিয়েছেন, খ্য়াতি আর অর্থের পিছনে কখনও ছুটো না। নিজের কাজটুকু কেবল মন দিয়ে করে যাও, কাউকে আঘাত কোরো না। চিরকাল সোজা পথে থাকো। আমি শুধু সেটাই করে যাচ্ছি। বাবা মা সবসময় শিখিয়েছেন, খ্যাতি আর অর্থের পিছনে ছুটো না। যদি এদের পিছনে ছোট, তাহলে ওরাও তোমার থেকে দূরে চলে যাবে। কেবল মন দিয়ে নিজের কাজ করে যাও। ধৈর্য্য ধরো আর কিছু না পাওয়ার কথা ভেবে কাজ করে যাও।'
সাংস্কৃতিক পরিবারে জন্ম, বাবা-মা স্বনামধন্য। কেরিয়ারের একেবারে শুরু থেকেই কী নৃত্যচর্চা শুরু হয়েছিল মমতা শঙ্করের? এবিপি লাইভ বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে নৃত্যশিল্পী অভিনেত্রী বলেছিলেন, 'আমার বাবা, মা আমায় প্রথম যে শিক্ষাটা দিয়েছেন, সেটা হল মূল্যবোধের শিক্ষা। আমার মা ছিলেন আমার কেরিয়ারের সবচেয়ে কড়া শিক্ষিকা। কখনও মায়ের কাছে, বাবার কাছে প্রশংসা পাইনি। সবসময় বাবা-মা বলেছেন, 'অন্য কেউ এসে বলবেন তোমার ভালটুকু। তবেই আমরা বুঝব, তুমি ভাল করছো'। বাবা মা প্রশংসা করতেন না বলেই বোধহয়, সবসময় ওই আরও ভাল কাজ করার খিদেটা মরে যায়নি। তবে হ্যাঁ, বাবা মাকে নাচ করতে দেখেছি খুব ছোট বয়স থেকেই। সেই থেকে আমার শেখা। তারপরে ১০ বছর বয়স থেকে প্রথাগতভাবে নাচ শিখতে শুরু করি। এমন একটা পরিবারে আমার জন্ম, মনে করি এটাই আমার কাছে সবচেয়ে বড় আশীর্বাদ। বাবা-মা দুজনেই নাচ করতেন। তারপরে আমিও যখন নাচকেই বেছে নিলাম, বাড়ির সবাই ভীষণ খুশি হয়েছিলেন। তারপরে অভিনয়। আমার সামনে এক একটা দরজা খুলে গিয়েছে, আর আমি এগিয়ে গিয়েছি। বিয়ে ও হল এমন একটা পরিবারে, যেখানে শিল্পকে সবসময় এগিয়ে রাখা হয়েছে। আমি শুধু নিজের বিবেককে সঙ্গে নিয়ে সোজাপথে হেঁটে গিয়েছি। কোনোও দিকে না তাকিয়ে। মমতা শঙ্কর কোনোদিন হতে পারব কি না.. মমতা শঙ্কর কে, কী.. আমি জানি না।'