Covid 19 : কোভিডের এই রূপ অনেকগুণে বাড়ায় হার্ট অ্যাটাকের ঝুঁকি, চাঞ্চল্যকর তথ্য IIT, ICMR এর রিসার্চে
Coronavirus : ডেল্টা ভ্যারিয়েন্ট বাড়িয়ে দেয় হৃদরোগের ঝুঁকি। এছাড়াও এই ভ্যারিয়েন্টে একবার আক্রান্ত হলে শরীরকে নাগপাশের মতো ঘিরে ধরতে পারে নানা সমস্যা।
কোভিডের এই রূপ অনেকগুণে বাড়ায় হার্ট অ্যাটাকের ঝুঁকি
গত কয়েক সপ্তাহে মালয়েশিয়া, সিঙ্গাপুর, হংকংয়ের মতো এশিয়ার একাধিক জায়গায় হু-হু করে বেড়েছে করোনার সংক্রমণ।উদ্বেগ বাড়িয়ে ভারতেও বাড়ছে সংক্রমণ। সারা দেশে এই মুহূর্তে করোনা আক্রান্তের সংখ্যা ১ হাজার ৪৭। আমাদের রাজ্যে এই মুহূর্তে অ্যাক্টিভ কেসের সংখ্যা বেড়ে হয়েছে ২৪। এরই মধ্যে একটি চাঞ্চল্যকর তথ্য সামনে আনলেন আইআইটি ইন্দৌরের গবেষকরা।
দেশে করোনা ভাইরাস -এর সংক্রমণ বাড়ছে উল্লেখযোগ্য হারে। বিভিন্ন রাজ্যে ছড়িয়েছে করোনা। কোভিড কেড়েছে প্রাণও। আপাতত ভারতে কোভিড-১৯-এ সক্রিয় সংক্রমণের সংখ্যা বেড়ে হয়েছে ১০৪৭ । এই সময়ই চাঞ্চল্যকর তথ্য সামনে আনলেন আইআইটি ইন্দৌরের গবেষকরা। গবেষণার মতে, কোভিড-১৯-এর ডেল্টা ভ্যারিয়েন্ট শুধু সর্দি-কাশি-জ্বর-ফুসফুসে সংক্রনণ ঘটায় না, হতে পারে সাইলেন্ট হার্ট অ্যাটাকের কারণ। ডেল্টা ভ্যারিয়েন্ট বাড়িয়ে দেয় হৃদরোগের ঝুঁকি। এছাড়াও এই ভ্যারিয়েন্টে একবার আক্রান্ত হলে শরীরকে নাগপাশের মতো ঘিরে ধরতে পারে নানা সমস্যা।
আইআইটি ইন্দৌর করোনা নিয়ে একটা গবেষণা করেছে। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ বা আইসিএমআর-এর সঙ্গে হাত মিলিয়ে করোনা নিয়ে অনেক তথ্য ও রিসার্চের ভিত্তিতে একটি ফল প্রকাশ করেছে। গবেষণা বলছে, করোনার বিভিন্ন ভ্যারিয়েন্ট শরীরকে বিভিন্নভাবে প্রভাবিত করতে পারে। ডেলটা ভ্যারিয়েন্টে আক্রান্ত হলে শরীরে ফলে রক্ত জমাট বেঁধে যাওয়ার আশঙ্কা বাড়ে।
ডেল্টা ভ্যারিয়েন্ট শরীরে কীভাবে প্রভাব ফেলে
গবেষণায় কমপক্ষে ৩১৩৪ জন কোভিড পজিটিভ ব্যক্তির তথ্য ব্যবহার করা হয়। এতে প্রথম ও দ্বিতীয় ঢেউয়ের করোনা আক্রান্ত ব্যক্তিরা অন্তর্ভুক্ত ছিলেন। ডেল্টার পাশাপাশি আলফা, বিটা এবং গামা ভ্যারিয়েন্টেরও পরীক্ষা করা হয়েছে। কোভিডের ডেল্টা ভ্যারিয়েন্ট ফুসফুসের পাশাপাশি অন্যান্য অঙ্গকেও প্রভাবিত করে। ডেল্টা ভ্যারিয়েন্ট শরীরে বায়োকেমিক্যাল ভারসাম্য নষ্ট করে। এর সঙ্গে থাইরয়েড হরমোন উৎপাদনও প্রভাবিত হয় এই ভ্যারিয়েন্টে আক্রান্ত হলে।
কী বলছে আইসিএমআর
আইসিএমআর-এর ডিরেক্টর ডাঃ রাজীব বহল সম্প্রতি কোভিডের নতুন গবেষণার ফলাফল নিয়ে কথা বলেন। তিনি বলেন, ভারতে কোভিড-১৯-এর সংক্রমণ বাড়ছে, কিন্তু এ নিয়ে চিন্তার কিছু নেই কারণ এগুলি গুরুতর নয়। বহল আশ্বাস দিয়েছিলেন যে সরকার সক্রিয়ভাবে ঘটনাগুলির পর্যবেক্ষণ করছে। আইআইটি ইন্দৌরের সহযোগী অধ্যাপক ডঃ হেম চন্দ্র ঝা বলেন, এই গবেষণার অনুসন্ধানগুলি প্রকাশ করে, কীভাবে বিভিন্ন কোভিড-১৯ ভ্যারিয়েন্টগুলি শরীরকে আলাদা আলাদা ভাবে প্রভাবিত করে। বিশেষ করে ডেল্টা প্রজাতিতে আক্রান্ত হলে , তা বিপাক এবং হরমোন ক্ষরণে গোলযোগ ঘটায়।
সারা দেশে এই মুহূর্তে করোনা আক্রান্তের সংখ্যা ১ হাজার ৪৭। কেরল, মহারাষ্ট্র ও দিল্লিতে আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি। দেশে এখনও পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে।