Monsoon Updates: গত ১৬ বছরে বর্ষার রেকর্ড! সময়ের আগেই প্রবেশ, বাংলায় কবে থেকে টানা বৃষ্টি?
Rain Forecast: হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, গত কয়েক দিনে রাজ্যে বর্ষার অনুকূল পরিবেশ তৈরি হয়েছে।
দক্ষিণবঙ্গে আগামী দু'দিন ঝড় বৃষ্টির সম্ভাবনা
হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, গত কয়েক দিনে রাজ্যে বর্ষার অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। একদিকে নিম্নচাপের প্রভাবে, অন্যদিকে মৌসুমী বায়ুর অগ্রগতির ফলে কেরলে বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাত হয়েছে। কেরলের ও কর্ণাটকের উপকূল এলাকায় আগামী ২৯ মে পর্যন্ত অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া।
দক্ষিণবঙ্গে বর্ষা আগে আসতে পারে কি না তা বঙ্গোপসাগরে মাসের শেষদিকের সম্ভাব্য নিম্নচাপটির উপর নির্ভর করছে। এবার প্রথম থেকেই মৌসুমি বায়ুর গতিপ্রকৃতি খুবই সক্রিয়। নির্ধারিত সময়ের কয়েকদিন আগে ১৩ মে নাগাদ নিকোবর, দ্বীপপুঞ্জ, আন্দমান সাগর এবং বঙ্গোপসাগরে বর্ষা চলে আসে। তারপর থেকে বর্ষা খুবই দ্রুতগতিতে একদিকে আরব সাগর ও অন্যদিকে বঙ্গোপসাগরের উপর দিয়ে অগ্রসর হয়েছে। উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের উপর দিয়ে মায়ানমারের স্থলভাগের অংশ ইতিমধ্যে মৌসুমি বায়ু স্পর্শ করেছে। মায়ানমার হয়ে মৌসুমি বায়ুর একটি প্রান্ত উত্তর-পূর্ব ভারতে প্রবেশ করে। খবর, আগামী তিনদিনের মধ্যেই পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের কয়েকটি এলাকায় প্রবেশ করতে পারে বর্ষা।
দক্ষিণবঙ্গে আগামী দু'দিন ঝড় বৃষ্টির সম্ভাবনা। রবিবার পর্যন্ত বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টি চলবে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি কলকাতা সহ সব জেলাতে। রবিবার ঝড় বৃষ্টির পরিমাণ একটু বেশি হবে বলেই অনুমান। সোম ও মঙ্গলবার বিক্ষিপ্তভাবে কয়েক জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস। পরের সপ্তাহে বুধবার থেকে ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে। আগামী বুধবার বৃহস্পতি ও শুক্রবার ভারী বৃষ্টি বিভিন্ন জেলাতে। বুধবার বেশি বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায়। বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। কলকাতা সহ সব জেলাতেই বৃহস্পতি ও শুক্রবার ভারী বৃষ্টির পূর্বাভাস।
এদিকে উত্তর-পূর্ব ভারতের উপর দিয়ে বর্ষা উত্তরবঙ্গে প্রবেশ করে। উত্তরবঙ্গে বর্ষা আসার স্বাভাবিক সময় ৫ জুন। বর্ষা অগ্রসরের গতি বজায় থাকলে তার আগেই উত্তরবঙ্গে বর্ষাকাল শুরু হয়ে যেতে পারে বলে আবহাওয়াবিদরা মনে করছেন।