আজই প্লে অফের টিকিট কনফার্ম হয়ে যেতে পারে মুম্বইয়ের, দিল্লির মরণ-বাঁচন পরীক্ষা #ipl2025 #MIvsDC বিস্তারিত

 MI vs DC Preview: আজ জিতলেই প্লে অফে মুম্বই, মরণ-বাঁচন ম্যাচ দিল্লির, বুমরা-রাহুল লড়াই নির্ধারণ করবে ভাগ্য?

IPL 2025: আইপিএলের প্রথম পাঁচ ম্যাচের মধ্যে চারটিতে হেরেছিল মুম্বই। ধরেই নেওয়া হয়েছিল যে, প্লে অফের দরজা এবারও বন্ধ হয়ে যাবে। তারপর এই দিল্লিকে হারিয়েই মুম্বইয়ের ঘুরে দাঁড়ানোর শুরুটা হয়েছিল।

dited By: Sandip Sarkar
Updated at : Wed, May 21,2025, 2:48 pm (IST)


আইপিএলে আজ মুম্বই ও দিল্লির ভাগ্যপরীক্ষা। - পিটিআই


মুম্বই: এক কথায় বললে, বুধবার জিতলে প্লে অফের টিকিট পাকা করে ফেলবে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। হেরে গেলে অপেক্ষা করতে হবে শেষ ম্যাচের ফলাফল আর জটিল অঙ্কের ওপর।


বুধবার ঘরের মাঠে দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) বিরুদ্ধে নামছে মুম্বই ইন্ডিয়ান্স। জিতলে হার্দিক পাণ্ড্যদের পয়েন্ট হবে ১৩ ম্যাচে ১৬। সেক্ষেত্রে দিল্লি শেষ ম্যাচে জিতলেও সর্বোচ্চ ১৫ পয়েন্ট পাবে। ছিটকে যাবে প্লে অফের দৌড় থেকে।

একইভাবে প্লে অফের দৌড়ে থাকতে জিততেই হবে দিল্লিকে। বাকি দুই ম্যাচ জিতলেই প্লে অফ নিশ্চিত হয়ে যাবে অক্ষর পটেলদের।

চলতি আইপিএলের প্রথম পাঁচ ম্যাচের মধ্যে চারটিতে হেরেছিল মুম্বই। ধরেই নেওয়া হয়েছিল যে, প্লে অফের দরজা এবারও বন্ধ হয়ে যাবে পাঁচবারের চ্যাম্পিয়নদের সামনে। তারপর এই দিল্লিকে হারিয়েই মুম্বইয়ের ঘুরে দাঁড়ানোর শুরুটা হয়েছিল। সেখান থেকে টানা ৬ ম্যাচ জিতে প্লে অফের দৌড়ে প্রবেশ মুকেশ ও নীতা অম্বানির দলের। ফের গুরুত্বপূর্ণ এক সন্ধিক্ষণে মুখোমুখি দুই দল।

দিল্লির পরিস্থিতিটা একটু কঠিন। প্লে অফে যেতে হলে বাকি দুই ম্যাচে জিততে হবে তাদের। বিশেষ করে বুধবার হেরে গেলে তারা ছিটকে যাবে। বুধবার জিতে শেষ ম্যাচ হারলেও খাতায় কলমে বেঁচে থাকবে তাদের আশা। সেক্ষেত্রে শেষ ম্যাচে হারতে হবে মুম্বইকে। শেষ পাঁচ ম্যাচের (বৃষ্টিতে পরিত্যক্ত ম্য়াচ বাদে) চারটিতে হেরে নিজেদের পরিস্থিতি কঠিন করে তুলেছে দিল্লি। তার ওপর আইপিএলের অন্তিম পর্বে মিচেল স্টার্ককে পাচ্ছে না তারা।

স্টার্ক-হীন দিল্লির বোলিং যেখানে অনেকটা দুর্বল, সেখানে যশপ্রীত বুমরা মাঠে ফেরার পর থেকেই মুম্বই বোলিংয়ের ঝাঁঝ বেড়েছে। প্রথম চার ম্যাচে বুমরা খেলেননি। ডেথ ওভারে ওভার প্রতি ১১.১৮ রান করে খরচ করেছিলেন মুম্বইয়ের বাকি বোলাররা। বুমরা ফিরতেই সেটা নেমে এসেছে ওভার প্রতি ৯.০৭ রানে। ওয়াংখেড়েতে চলতি আইপিএলে ১২.৮৮ গড় বুমরার। অর্থাৎ, প্রত্যেক ১২.৮৮ রান দেওয়ার বিনিময়ে একটি করে উইকেট তুলেছেন।

দিল্লির ভরসা কে এল রাহুলের ফর্ম। আগের ম্যাচে ইনিংস ওপেন করে সেঞ্চুরি করেছেন। ওয়াংখেড়ে কে এল রাহুলের প্রিয় মাঠ। এখানে আইপিএলে তাঁর ব্যাটিং গড় ৬৩.৪০। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে বরাবর সফল রাহুল। ৭৪.২৩ ব্যাটিং গড়, ১৩৫.১৫ স্ট্রাইক রেট। ৬টি হাফসেঞ্চুরি, ৩টি সেঞ্চুরি। বুমরার বিরুদ্ধেও রেকর্ড ভাল। মুম্বইয়ের ডেরায় মুম্বইকে হারাতে রাহুলের চওড়া ব্যাটের দিকে তাকিয়ে থাকবে দিল্লি।

আরও পড়ুন >>



Post a Comment

Previous Post Next Post